Tuesday, 14 March 2017

বেসরকারি হাসপাতালের 'অসুখ' সারাতে কড়া 'প্রেসক্রিপশন' মমতার, নয়া বিল পাস বিধানসভায়

কলকাতা, ১৪ মার্চ : বেসরকারি হাসপাতাল কাণ্ডে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠান থেকেও তিনি নিশানা করলেন রাজ্যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে। মমতা এদিন বলেন, চিকিৎসার নামে ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ মাটি সহনশীলতার মাটি। আগে টাকা দিন তারপর ওষুধ দেব এটা অমানবিকতা। বাংলার মাটি তা বরদাস্ত করবে না।



রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করেছে সরকার। রাজ্যে ৩৬টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে। তা বলে বেসরকারি চিকিৎসা বন্ধ হয়ে যাক, চায় না রাজ্য। কিন্তু মনে রাখতে হবে চিকিৎসা ব্যবসা নয়, চিকিৎসা সেবা। তা ভেবেই চিকিৎসা করাতে হবে। কাউকে ফিরিয়ে দিলে হবে না। মানুষকে আগে সেবা দিয়ে রক্ষা করতে হবে।বেসরকারি হাসপাতালের 'অসুখ' সারাতে কড়া 'প্রেসক্রিপশন' মমতার, নয়া বিল পাস বিধানসভায়

বেসরকারি হাসপাতাল কাণ্ডে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠান থেকেও তিনি নিশানা করলেন রাজ্যে বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে।
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতলে মানুষ চিকিৎসা করাতে যাচ্ছে বলে, দুর্বল মানুষকে নিঃশেষ করে দেওয়া হবে, এ কেমন মানসিকতা। তিনি বলেন, বেশ বিল করবেন না। অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও নয়। মানুশের জীবন রক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।[হাসপাতাল কসাইখানা নয়, গরিব মানুষকেও সেবা দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর] সেইসঙ্গে সাধারণ মানুষকেও সহনশীল হতে বললেন মমতা। তিনি জানান, কেউ আইন হাতে তুলে নেবেন না। ভাঙচুর করবেন না। চিকিৎসায় গাফিলতি বুঝলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করুন। নিশ্চয়ই সাধারণের অভিযোগ খতিয়ে দেখা হবে।স্বাস্থ্য পরিষেবায় নজরদারিতে হেলথ রেগুলেটরি কমিশন বিল আনছেন মুখ্যমন্ত্রী


No comments:

Post a Comment